ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।
শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ১৮ হাজার ৩৪৫টি ব্যালট।
ভোট দিয়েছেন: ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী।
পোস্ট অফিসে জমা: ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন প্রবাসীর ব্যালট বর্তমানে ডাকবিভাগে জমা রয়েছে।
দেশে পৌঁছেছে: ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি ব্যালট এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মরত (যারা সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না) ভোটারদের জন্যও ব্যালট ইস্যু করা হয়েছে। অভ্যন্তরীণ ভোটারদের কাছে মোট ৫ লাখ ১৮ হাজার ৬০৩টি ব্যালট পাঠানো হলেও এখন পর্যন্ত মাত্র ৭ হাজার ৩৬৭ জন তা গ্রহণ করেছেন। যার মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ৯০২ জন এবং ডাকবিভাগে জমা পড়েছে ২ হাজার ৩৯৪টি ব্যালট।
উল্লেখ্য, এবারই প্রথম আধুনিক প্রক্রিয়ায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য বিশেষ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছিলেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার। প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহের প্রতিফলন দেখা যাচ্ছে এই পোস্টাল ব্যালট প্রক্রিয়ায়।
দেশে পৌঁছেছে প্রায় দেড় লাখ পোস্টাল ব্যালট
স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৩:৩৬
৩১ জানুয়ারি ২০২৬ ১৩:৩৬
সারাবাংলা/এনএল/এনজে