Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৪:১৩

মৃতের স্বজনদের আহাজারি।

সাতক্ষীরা: সাতক্ষীরার একটি গ্রামে টমেটো তুলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার তেতুলতলা গ্রামের মৃত রজব আলির ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলাম খোকার ছেলে সবুজ (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে মনিরুল ইসলাম নিজ বাড়ির ক্ষেতে টমেটো তুলছিলেন। এ সময় পা পিছলে তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যান এবং বিদ্যুতায়িত হন। তাকে ছটফট করতে দেখে পাশে থাকা সবুজ উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কীভাবে বিদ্যুতের তার সেখানে ছিল এবং দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ভয়াবহ দূষণের কবলে ঢাকা
৩১ জানুয়ারি ২০২৬ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর