Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা ইসলামি কোনো শাসন চাচ্ছি না: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৫:২৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৬:০২

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা ইসলামি কোনো শাসন চাচ্ছিনা। ১৮ কোটি মানুষের চাওয়া পাওয়ায় মুল্যায়ন করে দেশ শাসন করতে চাই।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো ধরনের আধিপত্যবাদ বা স্বৈরাচার চাই না। দুর্নীতিগ্রস্ত সরকারও দেখতে চাই না। জনগণের ভোটে সুযোগ পেলে আমরা একটি মানবিক বাংলাদেশ উপহার দেবো। বাংলাদেশকে মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এখন চৌদ্দগ্রামের জনগণ সিদ্ধান্ত নেবেন এই সুযোগ কাজে লাগাবেন কি না।’

বিগত সময়ে নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও দেশ ছাড়েননি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমরা মজলুমের দুঃখ বুঝি। তাই কখনো জালিম হওয়ার প্রশ্নই আসে না।’

নারী নির্যাতন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, ‘দেশব্যাপী যে পরিস্থিতি চলছে আর কোনো মা-বোনের ওপর হাত তুলতে দেওয়া হবে না। যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে আপনারা যুবকরা রুখে দাঁড়াবেন, যেমন জুলাইয়ের আন্দোলনে করেছিলেন।’

নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো ভয় পাবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন, চাঁদাবাজদের প্রতিহত করুন। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনেরা সবচেয়ে নিরাপদ থাকবেন।’

যুবকদের উদ্দেশে তিনি জানান, ‘কারও হাতে বেকার ভাতা তুলে না দিয়ে তাদের কর্মমুখী ও দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে। কর্মসংস্থানই হবে আমাদের প্রধান অঙ্গীকার।’

জনসভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সহযোগী দলের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

যে আইনে গণভোট হবে
৩১ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর