Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটন শিল্পে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের অভাব রয়েছে: পরিবেশ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৫:০৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৬:০২

– ছবি : সংগৃহীত

ঢাকা: দায়িত্বশীল আচরণের অভাবে দেশের পর্যটন শিল্পের অপার সম্ভবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর ও গ্রালাক্সি গ্রুপের যৌথ আয়োজনে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সেন্টমার্টিন নিয়ে অপপ্রচারে পর্যটন সংশ্লিষ্টা নিশ্চুপ ছিলেন।

এসময় দেশের ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে বিশেষ অবদানের জন্য ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান ও ৮ জন ব্যক্তি এবার সম্মাননা পান।

বিজ্ঞাপন

আয়োজকরা বলেন, বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হলো দেশের পর্যটনখাতের অংশীজনদের সেবামান ও পেশাদারিত্ব উন্নয়নে অনুপ্রাণিত করা। এবছর দেশের আতিথেয়তা খাতে পাঁচ দশকের বেশি সময় ধরে অসামান্য অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদ। এসময় গ্যালাক্সি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ১৫০টিরও বেশি মনোনয়ন থেকে জুরি বোর্ড ২৭টি প্রতিষ্ঠান ও ৮জনকে এবারের জন্য সেরা নির্বাচন করেছেন। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা, পেনিনসুলা চট্টগ্রাম, প‍্যনা প‍্যাসিফিক সোনারগাঁও হোটেল, গ্র‍্যান্ড প‍্যালেস হোটেল এন্ড রিসোর্ট রংপুর, হোটেল গ্র‍্যান্ড পার্ক বরিশাল, ওয়ান প‍্যারাডাইস হোটেল কক্সবাজার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, সী পার্ল বিচ রিসোর্ট  অ্যান্ড স্পা কক্সবাজার, সাইমন বিচ রিসোর্ট কক্সবাজার, হোটেল সারিনা, দুসাই রিসোর্ট।

সারাবাংলা /একে/এসআর
বিজ্ঞাপন

যে আইনে গণভোট হবে
৩১ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর