Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর ভাগ্য নির্ধারণ রোববার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৫:৩৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৫:৩৮

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া – ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আপিল বিভাগের আদেশ রোববার দেওয়া হবে।

এ সংক্রান্ত লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার আদেশের জন্য রোববার দিন ধার্য করেন। ওইদিন কার্যতালিকায় মামলাটি ১০১ নম্বর ক্রমিকে রয়েছে।

ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন এবং মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

পরবর্তীতে তিনি ধানের শীষ প্রতীকও বরাদ্দ পান। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের অপর প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

এ অবস্থায় আপিল বিভাগের রোববারের আদেশের ওপরই নির্ভর করছে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী ভাগ্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর