Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৬:০১

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর-তালোড়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও নসিমন মুখোমুখি সংঘর্ষে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। তাদের একজন কৃষক ও অন্যজন কাঠমিস্ত্রি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার ইব্রাহিম আলীর ছেলে আজিজার রহমান (৫৫) এবং লাজিম উদ্দিনের ছেলে সুইট হোসেন (৫৫)। কাঠমিস্ত্রি আজিজার গ্রাম কমিটিতে আনসার ভিডিপি’র সদস্য ছিলেন।

জানা গেছে, শনিবার ভোরে উপজেলার দামরুল এলাকায় আবাদি জমিতে পানি সেচ দেওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কৃষক সুইট হোসেন। প্রতিদিনের মতো কাজের উদ্দেশে যাচ্ছিলেন কাঠমিস্ত্রি আজিজার। পথিমধ্যে তিনি প্রতিবেশি সুইটের মোটরসাইকেলে উঠেন। তারা নন্দীগ্রাম উপজেলার দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিঁটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন আজিজার। গুরুতর আহত অবস্থায় সুইটকে উদ্ধার করে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

যে আইনে গণভোট হবে
৩১ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর