মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথবাহিনীর কর্মকর্তারা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)। নুরুল আমিন বুলেট মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-আমিন খানের ছেলে। তারা উভয়েই লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকার কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী জানিয়েছে, সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন লৌহজং আর্মি ক্যাম্পের নেতৃত্বে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪ টা থেকে ৫ টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে যশলদিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউণ্ড গুলি, পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, ৮ টি মোবাইলফোন, দুটি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের এবং উদ্ধার করা মাদক-অস্ত্রসহ লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।