Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথ্যা তথ্য দেওয়ায় ১২ জুলাই যোদ্ধার নাম বাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৭:৫১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৩২

– ছবি : সংগৃহীত

ঢাকা: ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়া ও দুবার নাম থাকায় গত বছর ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও শনিবার (৩১ জানুয়ারি) এ বিষয়টি জানাজানি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ গেজেট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন