জাবির বহরে যুক্ত হল আরও ৭টি গাড়ি
১৯ জুলাই ২০১৮ ১৩:৫৯
।। জাবি করেসপন্ডেন্ট ।।
জাবি: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন শাখায় আরও সাতটি নতুন গাড়ি যুক্ত করা হয়েছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই গাড়িগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্রয় করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ফিতা কেটে এই গাড়িগুলো উদ্বোধন করেন।
উপাচার্য এ সময় বলেন, ‘পরিবহন পুলে এসব গাড়ি যুক্ত হওয়ার ফলে পরিবহন সেবার মান আরো বৃদ্ধি পাবে। আমাদের সংকট কিছুটা দূর হয়েছে। আমরা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্যও আরো কিছু বাস ক্রয় করবো।’ এ সময় তিনি গাড়ি রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আলী আজম তালুকদার, অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক ড. খোন্দকার লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবহন অফিস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এই গাড়িগুলো ক্রয় করা হয়েছে। এই সাতটি গাড়ির মধ্যে রয়েছে ২৮ সিটের ২টি এসি মিনিবাস, ১৬ সিটের ২টি এবং ৭ সিটের তিনটি মাইক্রোবাস রয়েছে।
সারাবাংলা/এমএইচ