মেয়েরা এগিয়ে পাসে, ছেলেরা পাঁচে
১৯ জুলাই ২০১৮ ১৭:৩৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের থেকে মেয়েদের পাসের হার বেশি। তবে জিপিএ-৫-এর দিক থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১০টি শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
২০১৮ সালে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন। পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।
গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ পয়েন্ট। এ ছাড়া জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ১০ বোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৭ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯৫৮ জন, পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৮১ জন ছাত্রী। অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৬ লাখ ৮০ হাজার ৮৪৮ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৩ জন। ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫৮১ জন।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে সারাদেশে ২ হাজার ৫৪১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ মে।
এবার আট বোর্ডে পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ, পাস করেছে ৪৩ হাজার ৮৬১ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৭০ জন। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ, পাস করেছে ৯২ হাজার ৬৭৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৩৮ জন। তৃতীয় অবস্থানে থাকা ঢাকা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ১৩ শতাংশ, পাস করেছে ২ লাখ ৪৪ হাজার ৫১২ জন, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৩৮ জন।
এইচএসসির ফলে গত কয়েক বছর পিছিয়ে পড়লেও এবার চতুর্থ অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, পাস করেছেন ৬৭ হাজার ৮২০ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন। পঞ্চম অবস্থানে থাকা চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ, পাস করেছে ৬০ হাজার ৭৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন। ষষ্ঠ অবস্থানে রয়েছে সিলেট। এ বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ, পাস করেছে ৪৪ হাজার ১২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন।
পাসের হারে সপ্তম স্থানে রয়েছে যশোর বোর্ড। পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ, পাস করেছে ৬২ হাজার ২৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৯ জন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবার শেষে অষ্টম অবস্থানে রয়েছে দিনাজপুর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ, পাস করেছেন ৭১ হাজার ৯৫১ জন, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৯৭ জন।
এদিকে, ১০টি বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে মাদ্রাসা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। পাস করেছে ৭৬ হাজার ৯৩২ জন, এর মধ্যে ১ হাজার ২৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে এবার ৭৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, সংখ্যার হিসাবে ৮৯ হাজার ৮৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৬ জন।
আরও পড়ুন-
২ বছরে এইচএসসিতে জিপিএ-৫ অর্ধেক
এইচএসসিতে পাস ৬৬.৬৪ শতাংশ, জিপিএ ৫- ২৯,২৬২
নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়তে চান প্রধানমন্ত্রী
সারাবাংলা/এমএস/টিআর