Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫


১৯ জুলাই ২০১৮ ১৯:৪৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট: ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। এবার পাস করেছে ৬২.১১ শতাংশ শিক্ষার্থী, গত বছর যা ছিল ৭২ শতাংশ। অর্থাৎ ২০১৭ সালের তুলনায় এবার  ৯.৮৯ শতাংশ শিক্ষার্থী কম পাস করেছে।

তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তি। এবছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন শিক্ষার্থী, গত বছর যা ছিল ৭০০ জন শিক্ষার্থী। অর্থাৎ এবছর ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ ।

সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার মোট ৭১ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৪৪ হাজার ১শ’ ২৭ জন।

অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৩২ হাজার ৮শ’ ৮৫ জন। পাস করেছে ১৯ হাজার ১শ’ ৮৬ জন। ছাত্রদের পাসের হার ৫৮.৯২ শতাংশ।

পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী ছিল ৩৮ হাজার ৭শ’ ৯০ জন। পাস করেছে ২৪ হাজার ৯শ’ ৪১ জন। ছাত্রীদের পাসের হার ৬৪.৮১ শতাংশ।

এছাড়া ২টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কলেজ দুটি হলো, উত্তর সুরমা আছমত উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাতক ও নুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ কমলগঞ্জ।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

দীপাবলির প্রদীপে আশার আলো | ছবি
১ নভেম্বর ২০২৪ ০২:৫৫

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

আরো

সম্পর্কিত খবর