বনানীর যুবলীগ নেতা রাশেদ হত্যাকান্ডের সি সি টিভি ফুটেজ
২০ জুলাই ২০১৮ ১৪:০৪ | আপডেট: ২০ জুলাই ২০১৮ ১৫:৩৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা : যুবলীগ কর্মী কাজী রাশেদ হত্যাকাণ্ডে বনানী থানা যুবলীগের আহ্বায়ক ইউসুফ সরদার সোহেল ওরফে সুন্দরী সোহেল ও তার পাঁচ সহযোগী জড়িত থাকার তথ্য দিয়েছে পুলিশ।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যার সাথে জড়িত ৬ জনকেই শনাক্ত করেছে। এখন গ্রেফতারের পালা। এরই মধ্যে র্যাব ও পুলিশের একাধিক টিম তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
রাশেদকে হত্যার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা সুন্দরী সোহেলের ব্যক্তিগত অফিস থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। সুন্দরী সোহেলের দেহরক্ষী রাশেদকে হত্যার পর চারজন মিলে লাশ ফেলার দৃশ্য ওই ফুটেজে ধরা পড়ে।
পুলিশের উদ্ধার করা ভিডিও ফুটেজে দেখা যায়, জাকির, হাসু, দীপু ও ফিরোজ এই চারজন মিলে হাতে পলিথিন পেঁচিয়ে রাশেদের লাশ বাইরে নিয়ে যাচ্ছে।
পরদিন মহাখালী বন বিভাগের অফিসের পেছন এলাকা থেকে কাজী রাশেদের লাশ উদ্ধার করে পুলিশ।
সারাবাংলা/ইউজে/জেএএম
https://www.youtube.com/watch?v=1Z110bUCpTQ