Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক হলেন খোকন-মুরাদ


২৮ নভেম্বর ২০১৭ ০৯:৪৪

বিশেষ সংবাদদসতা,সারাবাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এক হলেন।

মঙ্গলবার  সকালে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের কবরে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দুই নেতা এক হন। এরপর নগর ভবন প্রাঙ্গণে স্মরণসভায় মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এক মঞ্চে  বক্তৃতা করেন শাহে আলম মুরাদ।

বক্তৃতার সময় শাহে আলম মুরাদ সাঈদ খোকনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আপনার পাশে ছিলাম, থাকব। আপনাকে সহযোগিতা করব— এটাই আজকের শপথ।’

শাহে আলম মুরাদ বলেন, ‘সকালে আজিমপুর কবরস্থানে আমরা প্রয়াত নেতা হানিফকে ঐক্যবদ্ধভাবে স্মরণ করেছি। বিগত নির্বাচনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্য সহযোগী সংগঠন যেভাবে কাজ করেছে আগামীতেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’

এ সময় উপস্হিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

গত ১৯ নভেম্বর নাগরিক সমাবেশ কেন্দ্র করে নিজেদের ক্ষমতার দাপট দেখাতে মেয়র সাঈদ খোকন ও শাহে আলম মুরাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে দলের মধ্য ব্যাপক সমালোচনা হলে কেন্দীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের  হস্তক্ষেপে এক হলেন এই দুই নেতা।

সারাবাংলা/এইচএ/আইজেকে/নভেম্বর ২৮, ২০১৭


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর