।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: কারাবন্দি খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নেতাকর্মীরা যোগ দিতে শুরু করেছেন। তবে, সমাবেশকে কেন্দ্র করে পুলিশ রাস্তায় বেরিকেড দিয়েছে।
শুক্রবার (২০ জুলাই) দুপুর ১২ টার দিকে ফকিরাপুল থেকে কাকরাইলের দিকে যেতে রাস্তায় মাথায় এই ব্যারিকেড দেওয়া হয় বলে জানান পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস।
তিনি বলেন, ফকিরাপুল থেকে কাকরাইলের দিকে রাস্তাটি বন্ধ থাকলেও কাকরাইল থেকে ফকিরাপুলের রাস্তাটি খোলা রাখা হয়েছে।
ফকিরাপুল মোড়ে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে এপিসি ও রায়ট কার।
সরেজমিনে দেখা যায়, বিএনপির সমাবেশ বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও বেলা ২ টা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তারা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।
জানা গেছে, কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির ডাকা এ সমাবেশে ২০ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন।
ছবি: হাবিবুর রহমান, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট
সারাবাংলা/ইউজে/জেএএম