।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে।
শুক্রবার (২০ জুলাই) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৮’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মোহাম্মদ নাসিম আরও বলেন, কোনো দেশ ১০ বছরে এত উন্নতি করতে পারে না। দেশের এগিয়ে যাওয়াকে অনেকে বাধা মনে করে। এত এগিয়ে যাওয়ার পরেও বলে আমাদের কাঙ্ক্ষিত অর্জন হয়নি।
দেশে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে তিনি বলেন, যখন হিন্দুদের উপর নির্যাতন হয় তখন অনেকে নিরপেক্ষ হয়ে যায়। আওয়ামী লীগ সংখ্যালঘুদের অধিকার আদায়ে কাজ করেছে। যখন দেশের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, তখন সামান্যতম কথা কেউ বলেনি, আওয়ামী লীগ দখল হয়ে যাওয়া কালি মন্দির উদ্ধার করে দিয়েছে।
নির্বাচন সম্পর্কে তিনি বলেন। সংবিধান অনুযায়ী, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য শেখ হাসিনার সরকারকে আবার নির্বাচিত করতে হবে।
এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আদর্শ সাইকা, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. ওসমান গণি ও খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেন, সামনের নির্বাচনে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে ভূমিগ্রাসীদের কবল থেকে রক্ষা করা। খাদ্যমন্ত্রী বলেন, বেদখল হওয়া জমি রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জায়গা উদ্ধার করতে পাশে আছি।
এর আগে বেলা ১০টায় শুরু হওয়া সম্মেলনে মহানগর পূজা কমিটির বিভিন্ন থানা থেকে মিছিল এসে ঢাকেশ্বরী মন্দিরের মেলা প্রাঙ্গণে জড়ো হয়। এসব মিছিলে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের স্লোগান দেওয়া হয়।
বেলা ১১টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন।
সারাবাংলা/এএস