Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে সরকারের জন্য এক আর বিরোধীদের জন্য আরেক আইন’


২০ জুলাই ২০১৮ ১৫:৪৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বাংলাদেশে দুই ধরনের আইন চালু রয়েছে। এক ধরনের আইন হচ্ছে সরকারি লোকদের জন্য আর আরেক আইন হচ্ছে বিরোধী লোকদের জন্য।

শুক্রবার (২০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি: গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘বাংলাদেশ কোনো আইনের শাসন নেই। যদি থাকতো তাহলো বাংলাদেশ ব্যাংকের সোনা চুরির ঘটনায় কাউকে না কাউকে ৫৪ ধারার মাধ্যমে গ্রেফতার হতো। বাংলাদেশ ব্যাংক তো বলবেই কোনোপ্রকার চুরি হয়নি। এর আগে প্রায় ৮০০ কোটি টাকার মুদ্রাপাচার হয়ে গেল কেন্দ্রীয় ব্যাংক থেকে। আগে টাকা চুরি হতো এখন হয় সোনা চুরি। নিশ্চয়ই এসবের পেছনে সরকারের মদদ রয়েছ, না হলে তো গ্রেফতার করার কোনো কারণ থাকতে পারে না।’

‘মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৭০ জনকে সোনার পদক দেওয়া হয়েছিলো, সেই সোনার মধ্যেও খাদ ছিল। সেই ঘটনাতেও কেউ গ্রেফতার হয়নি। এ বিষয়ের জন্য সারাবিশ্বের কাছে আমরা কলঙ্কিত হয়েছি’, যোগ করেন মওদুদ।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বলেন, ‘গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদেই দাঁড়িয়ে বললেন কোটা থাকবে না, কোটা বাতিল। আর ২৭ জুন এসে বললেন কোটা থাকবে। এটা কি মানানসই হলো। কোটা আন্দোলন ৪/৫ জন রিমান্ডে আছে আরও ৮/১০ জন গ্রেফতার হয়েছে। এখন ছাত্র-শিক্ষকদের উপর যে অত্যচার হচ্ছে। এটি প্রমাণ করে যে স্বৈরাচারি সরকার।

বিএনপি নেতা বলেন, ‘জামায়াতে ইসলাম নিয়ে সরকার নানা ধরনের রাজনীতি করছেন। জামায়াতকে ভুল বোঝানোর চেষ্টা করেই লাভ হবে না। কারণ আমাদের মধ্যে ঐক্য ছিল, আছে, থাকবে।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সভাপতি বাংলাদেশ ইয়ুথ ফোরাম মোহাম্মদ সাইদুর রহমান, মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রমুখ।

আরও পড়ুন: জয় নিশ্চিতে জাতীয়তাবাদী নির্বাচন কমিশন চাচ্ছে বিএনপি: কাদের

সারাবাংলা/এআই/এমও

বিএনপি

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

বরবাদের আইটেম গানে নুসরাত
২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর