কল্যাণপুরে ৩২ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার চার
২০ জুলাই ২০১৮ ১৬:৪৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কল্যাণপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার জাল নোটসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ। শুক্রবার (২০ জুলাই) ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. জসিম মোড়ল (৩০), মো. আব্দুল জলিল (২৮), সাগর ওরফে রিপন দাশ (৩০) ও মো. জালাল উদ্দিন (২৮)। গতকাল বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২ লাখ টাকা মূল্যের জাল নোট জব্দ করা হয়। যার প্রত্যেকটি এক হাজার টাকার নোট।’
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ‘গত ৫ থেকে ৬ বছর ধরে তারা পরস্পর যোগসাজশে বাংলাদেশি জালনোটসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা প্রস্তুত ও বাজারজাত করে আসছে। এই সংক্রান্তে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলায় তাদের আদালতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জাফর ওয়াজেদের নামে মামলা: ‘৫৭ ধারা ছাড়া উপায় ছিল না’
সারাবাংলা/ইউজে/এমও