Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজীব মীর আর নেই


২১ জুলাই ২০১৮ ০৮:২১

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক রাজীব মীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২০ জুলাই) ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১.৩৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার কয়েকজন সহপাঠী এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে,বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন রাজীব মীর। চলতি সপ্তাহে তার অপারেশন ও লিভার প্রতিস্থাপনের কথা ছিল। গত ১৭ জুলাই রাতে রাজীব মীর স্ট্রোক করেন। এরপর তাকে গ্লোবাল হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত ১টা ৩৭ মিনিটে রাজীব মীরের লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন ওই হাসপাতালের চিকিৎসকরা। লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ রাজীব নিজেই হাসপাতালে জমা দিয়েছিলেন। ডোনারসহ সবকিছুই প্রস্তুত ছিল। কিন্তু অস্ত্রোপচারের সুযোগ পাওয়া যায়নি। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাজীব মীর।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর