Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি সদস্য-রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ৮, ইয়াবা-মদ উদ্ধার


২১ জুলাই ২০১৮ ০৯:০৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক ইউপি সদস্য ও রোহিঙ্গা নারীসহ আটজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে ৯ হাজার ৮৬০ পিস ইয়াবা এবং চার মণ চোলাই মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এরা হলেন, চট্টগ্রাম নগরীর আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের সদস্য বিকন কান্তি দেব (৪০) ও রোহিঙ্গা নারী পারভিন আক্তার (১৯) এবং মাদক পাচারকারী গোলাম মোস্তফা (৩২), ইয়াছমিন আক্তার বেবি (২২), করিমউল্লাহ (২৫), আলমগীর (২৫), এয়াকুব হোসেন (২৫) ও শহীদুল ইসলাম (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ সারাবাংলাকে জানান, পারভিন মরিচের ভেতরে এবং এয়াকুব ও করিমউল্লাহ ব্যাটমিন্টন খেলার আটটি র‌্যাকেটের ভেতরে করে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে ৭ হাজার ৭০০ ইয়াবা জব্দ করা হয়েছে। বিকন কান্তি, গোলাম মোস্তফা, ইয়াছমিনের কাছে পাওয়া গেছে আরও ২১৬০ পিস ইয়াবা।

এছাড়া নগরীর চান্দগাঁও এলাকায় বোয়ালখালী থেকে আসা একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চার মণ চোলাই মদসহ আলমগীর ও শহীদুলকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর