Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নকল-প্রশ্নফাঁস রোধে পাসের হার কমেছে এইচএসসি পরীক্ষায়’


২১ জুলাই ২০১৮ ২০:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজবাড়ী: শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, নকল ও প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। যে কারণে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে।

শনিবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এদিন আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরাট ইউনিয়নের কমিটি গঠন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শুধু নকল ও প্রশ্নফাঁস প্রতিরোধ নয়, পরীক্ষা পদ্ধতিতেও ব্যাপক সংস্কার করা হয়েছে। এবার পাঁচ সেট প্রশ্নের মধ্য থেকে যেকোনো এক সেট প্রশ্নপত্রের আলোকে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস রোধ করতে পরীক্ষার ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে বলা হয়েছে। আগামীতে পরীক্ষা পদ্ধতিতে আরো সংস্কার করা হবে বলেও এসময় জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েদ আলী সোহরাব, সদস্য আশোক কুমার বাগচী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন এবং আরো অনেকে।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর