Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারের দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানায় অভিযান


২২ জুলাই ২০১৮ ০৮:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজারের মহেশখালীর একটি দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক করা হয়েছে অস্ত্র তৈরির দুই কারিগরকেও।

শনিবার (২১ জুলাই) দিবাগত গভীর রাতে মহেশখালীর কালামারছড়ার দুর্গম পাহাড়ে এই অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব-৭ এর  কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবর আসে র‌্যাবের কাছে। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল কালামারছড়ায় অভিযানে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ের দুর্গম এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পান র‌্যাব সদস্যরা।

তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় দুইজনকে। এরা হলেন, মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এরা দুইজনই অস্ত্র তৈরির কারিগর।

পরে তাদের নিয়ে আরও কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালান। এসময় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ২০ টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

সারাবাংলা/এসএমএন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর