পুড়ে ছাই বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন [ ভিডিওসহ ]
২২ জুলাই ২০১৮ ০৯:১২ | আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৬:০৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ : ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের প্রচেষ্টায় নেভানো হয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে লাগা আগুন।
শনিবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারম্যান আব্দুল হালিম জানান, মঞ্চের প্যান্ডেলে আকস্মিকভাবে আগুন লাগে। আগুনে প্যান্ডেলের ভেতরের প্রায় সাড়ে চার হাজার মানুষের জন্য রাখা চেয়ার-টেবিল, চারটি এলইডি স্ক্রিন বক্স পুড়ে যায়। তবে এসময় কেউ আহত হননি। কেবল দ্রুত আগুন ছড়িয়ে পুরো মঞ্চসহ প্যান্ডেলের সবকিছু পুড়ে গেছে।
https://youtu.be/wJCCWIhzE08
রোববার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার ৩০০ গ্রাজুয়েট ও তাদের পরিবারের সদস্যদের এবারের বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।
মূল মঞ্চ পুড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ৫৭বর্ষপুর্তি অনুষ্ঠান হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সারাবাংলা/এসএমএন