সময় বাড়লো বেসিস আইসিটি পুরস্কারে অংশ নেওয়ার
২২ জুলাই ২০১৮ ১১:৪৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
দেশের আইসিটি বিষয়ক অন্যতম বড় পুরষ্কার বেসিস জাতীয় আইসিটি পুরষ্কারে অংশ নেওয়ার সময় বাড়ানো হয়েছে।
শনিবার (২১ অগাস্ট) বেসিস সচিবালয় থেকে এক ইলেক্ট্রনিক বার্তায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় বাড়ানোর কথা জানানো হয়।
বেসিসের ওই বার্তায় জানানো হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রির অনুরোধের প্রেক্ষিতে অংশগ্রহণের দিন ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে বেসিসের নির্ধারিত ক্যাটাগরিতে যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
বেসিস জাতীয় আইসিটি পুরষ্কারের লক্ষ্য হচ্ছে যেসব উদ্যোগ, উদ্যোক্তা, শিক্ষার্থী ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়ে কাজ করেন তাদের স্বীকৃতি দেওয়ার একটি প্রয়াস। দেশের উন্নয়নে দেশের মানুষদের জ্ঞান ও সৃজনশীলতার উপযুক্ত ব্যবহার করাই এই পুরস্কারের লক্ষ্য।
এ প্রতিযোগিতার আরেক উদ্দেশ্য হচ্ছে সারাদেশ থেকে যোগ্য প্রতিযোগী খুঁজে বের করা যিনি অক্টোবরে চীনের গুয়ানজুতে অনুষ্ঠিত আইসিটির অস্কার নামে খ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
সারাবাংলা/এমএ/জেএএম