Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকৃবির অনুষ্ঠানমঞ্চে আগুনের ঘটনায় তদন্ত কমিটি


২২ জুলাই ২০১৮ ১৩:৪১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম বর্ষপূর্তি অনুষ্ঠানের মঞ্চ ও প্যান্ডেল আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগুনের কারণ খতিয়ে দেখতে রোববার (২২ জুলাই) পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও একটি কমিটি গঠন করার কথা রয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নায়েরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটির প্রধান হচ্ছেন- পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা। তারা তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এর আগে শনিবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারম্যান আব্দুল হালিম জানান, দ্রুত আগুন ছড়িয়ে পুরো মঞ্চসহ প্যান্ডেলের সবকিছু পুড়ে যায়। আগুনে প্যান্ডেলের ভেতরের প্রায় সাড়ে চার হাজার মানুষের জন্য রাখা চেয়ার-টেবিল, চারটি এলইডি স্ক্রিন বক্স পুড়ে যায়। তবে এ অগ্নিকাণ্ডে কেউ আহত হননি বলেও তিনি নিশ্চিত করেন।

তবে এরপরেও বিকল্প ব্যবস্থায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ৫৭ বর্ষপুর্তির অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেখানে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন
সর্বশেষ

দীপাবলির প্রদীপে আশার আলো | ছবি
১ নভেম্বর ২০২৪ ০২:৫৫

আরো

সম্পর্কিত খবর