Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেমিসন মাতৃসদনে নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ


২২ জুলাই ২০১৮ ১৬:৪৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: জন্মের ২০ ঘণ্টার মধ্যে চট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে এক নবজাতকের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা নবজাতকের মৃত্যুর কারণ।

রোববার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মারা যাওয়া নবজাতকটির স্বজনরা। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

তৈয়ব সিদ্দিকীর বাড়ি বোয়ালখালী উপজেলার খরনদ্বীপের গ্রামে।

গত ১৯ জুলাই বিকেলে তৈয়ব সিদ্দিকী তার স্ত্রী আফরোজা সুলতানাকে হাসপাতালের ৩৪২ নম্বর কেবিনে ভর্তি করান। পরদিন (শনিবার) বেলা ১২টার দিকে কন্যা শিশুর জন্ম দেন আফরোজা। কর্তব্যরত চিকিৎসক তৈয়ব সিদ্দিকীকে জানান, শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাকে অক্সিজেন দিতে হবে। তবে অন্য কোনো জটিলতা নেই।

তৈয়ব সারাবাংলাকে বলেন, ব্যবস্থাপত্রে চিকিৎসক লিখেছিলেন- শিশুর অক্সিজেন চলবে। কিন্তু আজ (রোববার) সকালে অক্সিজেন মাস্ক খুলে দেন শিশু ওয়ার্ডে দায়িত্বরত নার্স সীমা দাশ। অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার কারণ জানতে চাইলে সীমা দাশ আমাদের আশ্বস্ত করেন- সমস্যা হবে না। এর ঘণ্টা খানেক পরে আমার সন্তান মারা যায়।

তবে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার কারণে শিশুর মৃত্যু হয়েছে- এই অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন কর্তব্যরত চিকিৎসক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, মায়ের গর্ভে থাকতেই শিশুটির সমস্যা ছিল। এই ধরনের নবজাতক যেকোনো মুহূর্তে মারা যেতে পারে। অক্সিজেন চললেও দুর্ঘটনা ঘটতে পারত। শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিল তা জন্মের পরেই অভিভাবকদের জানানো হয়েছিল এবং স্পেশাল চাইল্ড কেয়ার ওয়ার্ডে রেখে অক্সিজেন দেওয়া হয়েছিল। এসব ক্ষেত্রে ২৪ ঘণ্টা না গেলে কিছুই বলা যায় না।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন তৈয়ব সিদ্দিকী।

সারাবাংলা/আরডি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

২৫ নভেম্বর ঢাকায় সংহতি সমাবেশ
২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর