Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার


২২ জুলাই ২০১৮ ১৭:৪১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল (সোমবার) দিন ঠিক করেছেন হাইকোর্ট।

রোববার (২২ জুলাই) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম. মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এটি আদেশের জন্য রাখেন।

আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহযোগিতা করেন ড. বশির উল্লাহ।

বাসে পেট্রোল বোমা হামলা করায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এই মামলায় গত ১৮ জুলাই জামিন চেয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়া।

আইনজীবী মাসুদ রানা জানান, গত ১ জুলাই খালেদা জিয়ার জামিন চেয়ে আদালতে (কুমিল্লা বিশেষ ট্রাইব্যুনাল-১) আবেদন করা হলে- জামিন না দিয়ে ৮ আগস্ট দিন ঠিক করেন। একইসঙ্গে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে গত ১১ জুলাই আমরা আপিল আবেদন করি এবং জামিনের প্রার্থনা করি। আদালত আজ শুনানি শেষে আগামীকাল (সোমবার) আদেশের দিন ঠিক করেন।

সারাবাংলা/এজেডকে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর