Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের জেল সুপারকে আদালতে হাজিরের নির্দেশ


২২ জুলাই ২০১৮ ১৮:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: মানসিক ভারসাম্যহীন বিবেচনায় জামিনের আবেদন করা এক আসামির বিষয়ে জানতে চট্টগ্রামের জেল সুপারকে সশরীরে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো.ফখরুদ্দিন চৌধুরী সারাবাংলাকে জানান, রবিন দাশ নামে নারী নির্যাতন মামলার এক আসামি সম্প্রতি আদালতে জামিনের আবেদন করেন। শুনানিতে তার আইনজীবীরা দাবি করেন- মানসিক ভারসাম্যহীন। জেলখানায়ও তিনি অসংলগ্ন আচরণ করছেন। বিষয়টি সঠিক কি না জানতে গত ১৭ জুলাই জেল সুপারকে আদালতে হাজিরের সমন পাঠানো হয়েছিল।

২২ জুলাই (রোববার) জেল সুপারকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু জেল সুপার না আসায় এই কর্মকর্তাকে আগামী ২৪ জুলাই সশরীরের হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। রবিন দাশ (৪০) গত এপ্রিলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের হওয়া এক মামলার আসামি।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি উদ্দিন আকবর সারাবাংলাকে জানান, নগরীর নাজিরপাড়া এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে নিজের বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানির ঘটনায় মামলাটি দায়ের হয়েছিল। ওই মামলায় রবিনকে গ্রেফতার করা হয়েছিল।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর