Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা


২২ জুলাই ২০১৮ ১৮:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া : বগুড়ার সোনাতলা উপজেলায় যৌতুকের দাবিতে মহেলা বেগম (৩০) এক নারীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২২ জুলাই) সকালে বিছানা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

বগুড়ার সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মহেলা বেগম উপজেলার পাকুল্লা ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের রফিকুল ইসলাম মন্ডলের স্ত্রী। তার দুই সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০ বছর আগে রফিকুল ইসলাম মন্ডল পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের ভাঙ্গুরগাছা গ্রামে মহেলা বেগমকে (৩০) বিয়ে করে। এরপর থেকেই ওই গৃহবধূকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন করে আসছে মন্ডল। ঘটনার দিন শনিবার সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী রফিকুল ইসলাম স্ত্রী মহেলা বেগমকে বেদম মারপিট করে। রোববার সকালে স্থানীয় লোকজন তাদের ঘরের বিছানায় মহেলা বেগমের লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকেই স্বামী রফিকুল ইসলাম মন্ডল পলাতক রয়েছে। তবে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তার শাশুড়ি ছুফিয়া বেগম (৬০) কে আটক করেছে।

সারাবাংলা/এইচএম/এনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর