Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজার থেকে ‘ভালসারটান’ প্রত্যাহারের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর


২২ জুলাই ২০১৮ ১৮:৪৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘ভালসারটান’ ওষুধ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন।

রোববার ( ২২ জুলাই ) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
একইসঙ্গে এ ওষুধের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেন অন্য কোনো ওষুধে না ব্যবহার করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য সকল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি তিনি আহ্বান জানান।

পাশাপাশি ভালসারটান ওষুধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা যাচাই-বাছাই করে মতামতসহ গণমাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা নেওয়ার জন্য ওষুধ প্রশাসনকে নির্দেশ দেন।

সম্প্রতি গণমাধ্যমে ভালসারটান ওষুধের ক্ষতিকারক দিক সম্পর্কে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী এ পদক্ষেপ নেন। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন ( এফডিএ) প্রতিবেদনে বলা হয়েছে, ভালসারটান ওষুধ খেলে লিভার, ফুসফুস ও স্তন ক্যান্সার হওয়ার আশঙ্কা তৈরি হয়।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, ওষুধ প্রশাসনের পরিচালক ডা. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, সমিতির উপদেষ্টা আবদুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর