Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসা পাবেন সরকারি হাসপাতালে


২২ জুলাই ২০১৮ ২০:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সরকারি হাসপাতাল থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা নিলে মুক্তিযোদ্ধাদের কোনো অর্থ দিতে হবে না। রোববার (২২ জুলাই) স্বাস্থ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি সমঝোতা সই হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সই করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, উপজেলা, জেলা, বিভাগীয় ও বিশেষায়িত সরকারি হাসপাতালে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন মুক্তিযোদ্ধারা। এজন্য হাসপাতালগুলোকে ১০ থেকে ১৫ লাখ টাকা আগাম দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য আমরা ১৪টি বিশেষায়িত হাসপাতালকে ১৫ লাখ টাকা করে আগাম দিয়ে রাখব। এছাড়া মুক্তিযোদ্ধার সংখ্যা অনুযায়ী, উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতালগুলোকে ১০ থেকে ১৫ লাখ টাকা করে দেওয়া হবে।

সারাবাংলা/এএইচএইচ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর