ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু
২৩ জুলাই ২০১৮ ১০:০৫ | আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১০:১১
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর বিমানবন্দরের বনরুপা এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে রিয়াজ উদ্দিন (৩৮) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় জানায়, ভোরে বিমানবন্দর বনরুপা এলাকায় সিমেন্টের ট্রাকের নিচে একটি সিএনজিকে দুমড়ে-মুচড়ে পরে থাকতে দেখি। পরে সিনজির ভেতর থেকে চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি।
তিনি জানান, ট্রাকের চালক বা হেলপার কাউকেই পাওয়া যায়নি। নিহত সিএনজি চালকের বাড়ি ভোলা সদর উপজেলায়। বর্তমানে গুলশান নিকেতন এলাকায় থাকতেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও