অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ১০ শিক্ষার্থী
২৩ জুলাই ২০১৮ ১৪:৫৮
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী পেয়েছেন অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার।
সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধা তালিকায় স্থান পাওয়া ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার পাওয়া ১০ শিক্ষার্থী হলেন-মোহাম্মদ রাগীব রহমান, সঞ্জয় বসাক পার্থ, ফারজানা তাসনিম পিংকি, জাকিয়া জাহান মুক্তা, শামীম হোসেন, ওয়াহিদা জামান সিঁথী, জিনাত শারমিন, সাঈদুর রহমান, নাহিদ হাসান, দুর্জয় চক্রবর্তী,।
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমেদের মেয়ে এবং ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রয়াত অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার স্মরণে প্রতিবছরই এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করে সিতারা পারভিন স্মারক বক্তৃতা দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবেরি গায়েন, সিতারা পারভানের স্বামী অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী, বিভাগের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরিনসহ বিভিন্ন বর্ষের শিক্ষক-শিক্ষার্থীরা।
এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান উপাচার্য। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এমন কাজে সহযোগীতা করে থাকে।
সারাবাংলা/এসএমএন