ভুটানে ওষুধ রফতানি শুরু হচ্ছে সেপ্টেম্বরে
২৩ জুলাই ২০১৮ ১৫:১৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আগামী সেপ্টেম্বর মাস থেকে ভুটানে ওষুধ রফতানি শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে তিন দফায় ২০ কোটি টাকার ওষুধ ভুটানে পাঠানো হবে।
সোমবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভুটানের রাষ্ট্রদূত সোনাম তোবদেন রাবগে’র হাতে এক প্যাকেট ওষুধ স্মারক হিসেবে তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ভুটানে তিন দফায় মোট ২০ কোটি টাকার ওষুধ পাঠানো হবে। সব ওষুধ যাবে স্থল পথে।
অনুষ্ঠানে জানানো হয়, সরকার ৭১টি ওষুধ কোম্পানি থেকে ২৫৮ ধরনের ওষুধ সংগ্রহ করেছে। সেসব ওষুধই রফতানি করা হচ্ছে ভুটানে।
এর আগে, ২০১৭ সালের এপ্রিল মাসে ভুটান সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরেই বাংলাদেশ থেকে ভুটানে ওষুধ রফতানির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি এবার পূরণ হতে যাচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ভুটানে ওষুধ রফতানি শুরু হচ্ছে। এই রফতানি শুরু হওয়ার পর ভুটানের ওষুধের চাহিদার কিছু অংশ বাংলাদেশ পূরণ করে যাবে।
সারাবাংলা/এএইচএইচ/টিআর