Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার্জশিট থেকে অব্যাহতি পেলেন হাসনাত করিমসহ তিনজন


২৩ জুলাই ২০১৮ ১৫:৫৪ | আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১৫:৫৬

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: গুলশানের হলি আর্টিজান মামলার ঘটনায় কারাগারে থাকা হাসনাত করিমের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সেই সাথে হামলায় নিহত প্রধান শেফ সাইফুল ইসলাম ও সহকারি শেফ শাওনের নামও বাদ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

হলি আর্টিজান মামলা: ৮ জনকে আসামি করে চার্জশিট

প্রশ্নোত্তরে তিনি বলেন, মামলার সময় এজাহারের কলামে কারো নামই উল্লেখ ছিল না। অনেকেই আমাদের হাতে আটক ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে কেবল তাদের বিরুদ্ধেই অভিযোগপত্রে নাম এসেছে। যেহেতু হাসনাত করিমের নামে কোন অভিযোগ আসেনি। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে কেউই হাসনাত করিমের নাম বলেননি। নব্য জেএমবি শুরু থেকেই শেষ পর্যন্ত হলি আর্টিজানে হামলা করেছে। তদন্তে হামলার কোনো অংশেই হাসনাত করিমের সম্পৃক্ততা পাওয়া যায়নি। ২১১ জনের সাক্ষ্যতেও তার নাম আসেনি। তাই হাসনাত করিমকে অভিযোগপত্রে নেওয়া হয়নি। ২১১ জনের মধ্যে ১৪৯ জন প্রত্যক্ষদর্শী ছিল। এছাড়া ৭৫ টি আলামত আদালতে দেওয়া হয়েছে। যে আট জনের নামে জড়িত থাকার প্রমাণ এসেছে চার্জশিটে কেবল তাদের নামই এসেছে।

আর দুই শেফের ব্যাপারে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ওদের নামও মামলায় ছিল না। তদন্ত শেষ করার পর জানতে পেরেছি আসলে তাদের কেউই জঙ্গি ছিল না। তবে যেহেতু তারা জঙ্গিদের সাথেই মারা গিয়েছে এবং তাদেরকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে তাই এ নিয়ে কিছু বলতে চাই না।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর