Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনসিডিলসহ ওলামা লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন আটক


২৪ জুলাই ২০১৮ ১৬:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি এবং ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন নাঈমসহ তিনজনকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বাণিজ্যের অভিযোগে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।

তাদের বিরুদ্ধে মঙ্গলবার (২৪ জুলাই) সোনারগাঁও থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১ (১) এর ৩ (ক)/৩৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়ার বাসিন্দা মৃত আশরাফ উল্লাহর ছেলে মো. মোশাররফ হোসেন নাঈম (৪৭), নওয়া পাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. জামাল হোসেন (৫০), দড়িকান্দির বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে মো. রানা আহম্মেদ (২৭)।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল হাওলাদার (পিপিএম) গোপন খবরের ভিত্তিতে মাদক বহনের খোঁজ পান। সঙ্গে সঙ্গে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজায় ঢাকাগামী একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ ১৫-৮৫৪২) তল্লাশি চালান।

তল্লাশিতে দেখা যায়, প্রাইভেটকারে অবৈধ মাদকদ্রব্য ২৬ বোতল ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে মো. মোশাররফ হোসেন, মো. জামাল হোসেন এবং মো. রানা আহম্মেদ বহন করছিলেন। ওই তিন ব্যক্তিকে আটক এবং গাড়িটি জব্দ করেছে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল হাওলাদার।

সারাবাংলা/জেআইএল/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর