Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে মাদকবিরোধী অভিযানে আটক ৩২


২৪ জুলাই ২০১৮ ১৭:২৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় গাঁজা, ইয়াবা ও দেশি মদ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে পল্টন মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রায় ৩শ’ পুলিশ সদস্যকে নিয়ে এদিন (মঙ্গলবার) পল্টন, খিলগাঁও, মুগদা এবং শাহজাহানপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ২০ জন মাদক বিক্রেতা ও ১২ জন মাদকসেবীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ১১৫ পিস ইয়াবা এবং ২৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আটক মাদক বিক্রেতাদের মধ্যে কয়েকজনকে পুলিশ অনেক দিন থেকে খুঁজছিল।

সারাবাংলা/এসএইচ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর