ডিবির অতিরিক্ত কমিশনার হলেন বাতেন, রংপুরের ডিআইজি দেবদাস
২৪ জুলাই ২০১৮ ২০:৪৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হলেন আব্দুল বাতেন। আর অতিরিক্ত কমিশনারের দায়িত্বে থাকা দেবদাস ভট্টাচার্যকে রংপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওবায়দুর রহমান সারাবাংলা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এডিসি বলেন, গতকাল সোমবার (২৩ জুলাই) ডিএমপির এক অফিস আদেশে এই বদলি করা হয়।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. আব্দুল বাতেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত কমিশনারের পদে থাকা দেবদাস ভট্টাচার্যকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এর ফলে ডিবির যুগ্ম কমিশনার পদটি শূন্য রয়ে গেলো। শিগগিরই ওই পদে একজন দক্ষ কর্মকর্তাকে নিয়োগ করা হবে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
সারাবাংলা/ইউজে/টিআর