Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি উ. কোরিয়ার


২৬ ডিসেম্বর ২০১৭ ১৫:২৭

সারাবাংলা ডেস্ক

উত্তর কোরিয়া ফের একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়ার ‘কোয়াংমিয়ংসং-৫’ নামে এ স্যাটেলাইট উৎক্ষেপণে কর্মসূচি অস্ত্র-পরীক্ষার একটি কৌশল হতে পারে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় জাতিসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে এর আগে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া জাতিসংঘ দেশটির বিরুদ্ধে স্যাটেলাইটসহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে কোনো ধরনের পরীক্ষা চালানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের মুখপাত্র জানান, এখনো আশঙ্কার কারণ নেই। তবে স্যাটেলাইট উৎক্ষেপণের নামে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে কিনা সে বিষয়ে  উত্তর কোরিয়ার কর্মকাণ্ড ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এদিকে দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে দৈনিক জনগাং ইলবোর প্রতিবেদনে বলা হয়, ‘বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সম্প্রতি আমরা জানতে পেরেছি যে উত্তর কোরিয়া নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ করেছে। তাদের এ স্যাটেলাইটের নাম কোয়াংমিয়ংসং-৫।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তাদের কোয়াংমিয়ংসং-৪ নামের স্যাটেলাইট উৎক্ষেপণ করে।

সারাবাংলা/এমএইচটি/আইজেকে

উ. কোরিয়া_স্যাটেলাইট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর