দেশকে ক্ষুধামুক্ত করেছি, দারিদ্র্যমুক্তও করবো: প্রধানমন্ত্রী
২৫ জুলাই ২০১৮ ১৩:৩৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে ক্ষুধামুক্ত করেছি, শিগগিরি দারিদ্র্যমুক্তও করে ফেলব। চেষ্টা থাকবে আর যেন পিছিয়ে না যাই।
বুধবার (২৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ শিক্ষার্থীদের তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সম্ভাব্য সবকিছুই করছি। বিশ্বের কাছে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছি। এজন্য আমরা শিক্ষাকে বেশি বেশি গুরত্ব দিতে চাই এবং দিয়েছি।
শিক্ষাকে বহুমখী করতে নানা ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছি। উচ্চ শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দিয়েই মূলত আমাদের শিক্ষা নিয়ে ভাবনার জায়গা। পিএইচডি শিক্ষার্থীদের ভাতা বাড়ানো হয়েছে। গবেষণাগারগুলো ডিজিটালাইজড করা হচ্ছে। আশরা ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করছি, সুযোগ দিচ্ছি। সবকিছুই করছি মেধা বিকাশের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য যোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মেয়েদের উচ্চশিক্ষাকেও সর্বোচ্চভাবে উৎসাহিত করি। একসময় যেমন ছিল বাবা-মারা বলতেন, মেয়েদের লেখাপড়া শিখে কি হবে? কিন্তু আজ সবার মানসিক অবস্থার পরিবর্তন হয়েছে। এটা ভাল যে মেয়েরাও উচ্চ শিক্ষায় অনেক মেধার পরিচয় দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্বশাসিত হলেও প্রায় শতভাগ খরচই কিন্তু সরকার দেয়। সুতরাং অর্থের জন্য যেন কোনো ধরনের শিক্ষা আটকে না থাকে।
এক প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বলেও জানান।
অনুষ্ঠানে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ১৬৩ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
সারাবাংলা/জেএএম