শাজাহানপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
২৫ জুলাই ২০১৮ ১৪:১৮
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর শাজাহানপুর গুলবাগ এলাকার একটি বাসা থেকে সুমাইয়া আক্তার মালিহা (১৪) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ।
মৃত মালিহা বংশাল কায়েতটুলি এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। বর্তমানে শাহজাহানপুর গুলবাগ পারহাউজ এলাকার ২৭৬/বি নম্বর বাসার ৬ তলায় ভাড়া থাকে।
শাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানায়, ‘গতকাল রাতে খবর পেয়ে ওই বাসায় গেলে ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাই। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আইনি প্রক্রিয়া শেষ করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, এই ঘটনায় আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা হয়েছে।
মৃত মালিহার চাচাতো ভাই আলমগীর মিয়া জানান, মালিহা শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ছিল। গত দশ বারো দিন আগে তার পরীক্ষা শেষ হয়। পরীক্ষার সময় তার ব্যবসা শিক্ষার শিক্ষিকা মালিহার পরীক্ষার খাতা কেড়ে নেয়। এবং নম্বর কম দেয়।
এ বিষয় নিয়ে মালিহা মানসিক সমস্যায় ছিল যে তার পরীক্ষার ফল খারাপ হবে। মঙ্গলবার রাতে মালিহার মা মুনমুন বেগম ছোট মেয়ে সামিহাকে নিয়ে পাশের ঘরে ছিলেন। মালিহা তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। অনেকক্ষন ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখে ফ্যানের ঝুলন্ত মৃতদেহ।
পরে পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
মালিহার চাচাতো ভাই অভিযোগ করে বলেন, স্কুলের শিক্ষিকা রিমি শুধু মালিহার সাথেই না, আরও অনেক ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তার কাছে কোচিং না করলে তিনি আচরণ খারাপ করেন।
“মালিহা একটি ডায়রিতে লিখে গেছে রিমি ম্যাডামের মানসিক চিকিৎসা প্রয়োজন”। ম্যাডামের মানসিক চাপেই মালিহা আত্মহত্যা করেছে বলে পরিবারের ধারনা।
সারাবাংলা/এসএসআর/জেএএম