চট্টগ্রামে ২৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
২৫ জুলাই ২০১৮ ১৭:৪৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ২৭ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব।
বুধবার (২৫ জুলাই) দুপুরে নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এরা হলেন, মো. সবুজ (৩১) এবং জাহিনুর বেগম (৩০)।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান সারাবাংলাকে বলেন, সবুজ তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। র্যাবের বিশেষ চেকপোস্ট পার হওয়ার সময় সন্দেহ হলে মোটরসাইকেলে তল্লাশি করা হয়। সে সময় সিটের পেছনে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।
সারাবাংলা/আরডি/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook