Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার


২৫ জুলাই ২০১৮ ১৭:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: পেশাদার পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ জুলাই) সকালে নগরীর স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, মো. নয়ন (২৫), মো. জামাল (৩২), মো. সুমন (২১), আল ইসলাম (৩৫) এবং মো. আব্দুল (১৮)।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, গ্রেফতার পাঁচজনই পেশাদার ছিনতাইকারী। তাদের আমরা অনেকদিন থেকে খুঁজছিলাম। নয়নের বিরুদ্ধে ২টি, জামালের বিরুদ্ধে ৪টি, সুমনের বিরুদ্ধে ৫টি এবং আব্দুলের বিরুদ্ধে ২টি মামলা আছে।

সারাবাংলা/আরডি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর