Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো ভোট দিলেন তারা


২৫ জুলাই ২০১৮ ১৯:০৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পাকিস্তানের ১১তম জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন পাকিস্তানের কোহিস্তান, ধির এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের নারীরা।

নির্বাচন কমিশনার ইয়াকুব বাবর স্বীকার করেন পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশের নারীরা প্রথমবারে মতো তাদের ভোট দিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি উর্দুর বরাত দিয়ে পাকিস্তানের জনপ্রিয় সংবাদপত্র ডন জানিয়েছে, ধির এলাকার নিম্নাঞ্চলের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সবচেয়ে বেশি সংখ্যা নারী ভোটারের উপস্থিতি দেখা গেছে।

এ ছাড়া পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খায়বার পাখতুন খাওয়া অঞ্চলের ব্যুরো চিফ একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে আফগান সিমান্তের পাঁচ কিলোমিটার দূরের বাঈজাই উপশহরের মেহমান্দ গোষ্ঠির নারীরা ভোট দেওয়ার জন্য লাইন ধরে ভোটকেন্দ্রে যাচ্ছেন।

উত্তর ওয়াজিরিস্তানের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আয়াজ খান বার্তা সংস্থা এপিকে বলেন, এবারের নির্বাচনে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। প্রথমবারের মতো নারীরা ঘরের বাইরে বেরিয়েছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য।

ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক বলেও জানান তিনি।

এ ছাড়া পাকিস্তানের অন্যান্য অঞ্চলগুলোতেও নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

সারাবাংলা/এমআই

পাকিস্তানের নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর