Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনের পর ঢামেকে ৫ হাজার শয্যার কাজের উদ্বোধন’


২৫ জুলাই ২০১৮ ১৮:১৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে পাঁচ হাজার শয্যায় উন্নীত করা হবে এবং আগামী জাতীয় নির্বাচনের পর এই কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘শুধু আধুনিক হাসপাতাল ও ওয়ার্ড বানালে চলবে না, সেবার মানেরও আধুনিকায়ন করতে হবে। সেদিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ৫ হাজার শয্যাতেও উন্নীত করা হবে। আগামী নির্বাচনের পরেই এই কাজের উদ্বোধন হবে।’

বুধবার (২৫ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে ঢামেক হাসপাতালে চারটি নতুন জরুরি অস্ত্রোপচার কক্ষের উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পোস্ট অপারেটিভ ওয়ার্ড, সার্জিক্যাল এইচডিইউ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উন্নতি প্রযুক্তির যন্ত্রপাতি এবং নবনির্মিত আনসার ব্যারাকেরও উদ্বোধন করা হয়।

এ সময় মন্ত্রী বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত অস্ত্রোপচার কক্ষ চারটি চালু করা হয়েছে। এর ফলে চিকিৎসার মান আরও উন্নত হবে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা দেখছেন, ঢাকা মেডিকেল কলেজের পাশেই বিশ্বের বৃহত্তম শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তৈরি হচ্ছে। ইনশাল্লাহ, আগামী অক্টোবরের প্রথম দিকে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।’

মন্ত্রী বলেন, শুধু ঢাকায় না, জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশ এখন ভারত, মালদ্বীপ  পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে।

অনুষ্ঠানে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, হাসপাতালে ইনডোর-আউটডোর ও জরুরি অপারেশনসহ প্রতিদিন আট হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনের তুলনায় অত্যন্ত সীমিত জনবল থাকলেও আমরা সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনা এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিদিন গড়ে ৩ হাজার ৬শ থেকে ৩ হাজার ৭শ জন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে, সাড়ে তিন থেকে চার হাজার বহিঃবিভাগীয় রোগীকে সেবা দেওয়া হচ্ছে এবং দেড়শ থেকে দুইশ রোগীকে জরুরি ও নিয়মিত অস্ত্রোপচার সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা সংখ্যা ২০ বেড থেকে ৩২ বেডে উন্নীত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য ও শিক্ষার ভারপ্রাপ্ত সচিব জি এম সালেহ উদ্দিন, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অন্যরা।

সারাবাংলা/এসএসআর/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর