Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা


২৫ জুলাই ২০১৮ ২০:১৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

শেষ হয়েছে পাকিস্তানের দীর্ঘ প্রতিক্ষীত ও ঘটনাবহুল ১১দশ তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠান। বুধবার (২৫ জুলাই) পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন গণনা চলছে।

তবে সন্ধ্যা ৭টার আগে ভোট গণনা ও নির্বাচনের ফলাফল নিয়ে কোনো খবর সরাসরি সম্প্রচার না করতে গণমাধ্যমগুলোকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হলেও সন্ধ্যা ৬টার আগে যেসব ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছেছেন তাদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ওই সব কেন্দ্রে ভোটগ্রহণ অব্যাহত থাকবে।

পাকিস্তান নির্বাচন কমিশনের দেওয়া তথ্যেমতে, সাধারণ নির্বাচনে ২৭২টি আসনের বিপরীতে ৩ হাজার চার শ ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের মধ্যে পাঞ্চাব থেকে ১ হাজার ৬১৩ জন, সিন্ধু থেকে ৮২৪ জন, খায়বার পখতুনখাওয়া থেকে ৭২৫ জন এবং বেলুচিস্তান থেকে ২৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/এমআই

পাকিস্তানের নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর