প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউ’র ৫ শিক্ষার্থী
২৫ জুলাই ২০১৮ ২১:১১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাঁচ শিক্ষার্থী।
আজ বুধবার (২৫ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে এক অনুষ্ঠানে এই পাঁচ শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ কৃতি শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক বিতরণ করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হলেন— মেডিসিন অনুষদের মনোরোগবিদ্যা বিভাগের ডা. হোসেনে আরা, সার্জারি অনুষদের রেডিওলজি অ্যন্ড ইমেজিং বিভাগের ডা. জান্নাতুল ফেরদৌস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ফার্মাকোলজি বিভাগের ডা. ফাতিহা তাসমিন জীনিয়া, ডেন্টাল অনুষদের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের ডা. দেওরিকা প্রসাদ বাজগাই এবং প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের মো. শাখাওয়াত হোসেন চৌধুরী।
সারাবাংলা/জেএ/টিআর