মঙ্গলে তরল পানির সন্ধান!
২৫ জুলাই ২০১৮ ২২:১৭ | আপডেট: ২৫ জুলাই ২০১৮ ২২:১৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
লাল গ্রহে মঙ্গলে তরল পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন গবেষকরা।
তারা মনে করছেন মঙ্গলের দক্ষিণ মেরুর বরফ অঞ্চলের ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে এই পানির স্তর রয়েছে।
এর আগেও বিভিন্ন গবেষণায় মঙ্গলে পানির অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা পাওয়া গেলেও এবার প্রথমবারের মতো সেখানে পানি থাকার চিহ্নও পারয়া গেছে।
নাসার কিউরিসিটি রোভার পানির ওপরিভাগের মতো যে অংশের সন্ধান পেয়েছে তা থেকে মঙ্গলে পানি থাকার ব্যাপারটি সুস্পষ্ট বোঝা যাচ্ছে।
তবে গবেষকদের ধারণা মঙ্গলের পাতলা স্তরের বায়ুমণ্ডলের কারণে দ্রতই সেগুলো বরফে পরিণত হয়েছে।
গবেষণা পরিচালনাকারী দলের পরিচালক ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর রবার্তো ওরোসেই বলেন, ‘সম্ভবত এটি খুব একটা বড় মাপের কোনো লেক নয়।’
সারাবাংলা/এমআই