Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎক্ষেপণের পরপরই সংযোগ বিচ্ছিন্ন রাশিয়ার উপগ্রহ


২৮ নভেম্বর ২০১৭ ১১:৩৮

সারাবাংলা ডেস্ক

ঢাকা:
আবহাওয়া দফতরকে শক্তিশালী করতে মহাকাশে পাঠানোর এক ঘণ্টার মাথায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাশিয়ার উপগ্রহ। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস বলছে, পরিকল্পিত কক্ষ পথের বাইরে চলে যাওয়ায় ‘মিটিওর-এম’ উপগ্রহটির সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪১ মিনিটে পূর্ব রাশিয়ার ভস্টশনি রকেটবন্দর থেকে উপগ্রহটি মহাকাশের উদ্দেশে পাঠানো হয়।

গত বছর উদ্বোধনের পরে ঘাঁটি থেকে এটি দ্বিতীয় উড্ডয়ন। রকেটটিতে ছোট আকারের কিছু আরও উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছিল।

১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এটি

বিজ্ঞাপন

১২ জেলায় বন্যার শঙ্কা
১৪ আগস্ট ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর