Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বিএনপি নেতাকর্মীদের হয়রানি নয়, নির্দেশ হাইকোর্টের


২৬ জুলাই ২০১৮ ১৫:১১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে যেকোনো রাজনৈতিক দলের নেতা, সমর্থক ও নির্বাচন প্রচারণাকারীদের গ্রেফতার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বুধবার (২৫ জুলাই) হাইকোর্টে রিট দায়ের করেন। আজ ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

রিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে আইনজীবী সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের জানান, রিটের শুনানি নিয়ে অন্তবর্তী আদেশের পাশাপাশি আপিল বিভাগের নির্দেশনা অসুনরণ না করে বিএনপি নেতাকর্মী, সমর্থক, নির্বাচন প্রচারণাকারীদের বৈষম্যমূলকভাবে গ্রেফতার ও হয়রানি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বরিশাল জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই বরিশাল সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এজেডকে/এসএমএন

বরিশাল সিটি করপোরেশন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর