Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১শ ইয়াবাসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার


২৬ জুলাই ২০১৮ ১৭:৫৬ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ১৮:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা : রাজধানীর ভাটারা এলাকা থেকে দুই হাজার ১শ ইয়াবাসহ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। অবসরে যাওয়া ওই সার্জেন্টের নাম মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বাড্ডা জোনের সহকারি কমিশনার আশরাফুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এরই মধ্যে একটি মামলা হয়েছে।

ভাটারা থানার সহকারী উপপরিদর্শক আলামিন মিয়া সারাবাংলাকে বলেন, বুধবার (২৫ জুলাই) রাতে কুড়িল বিশ্বরোডের ১শ ফিট সড়ক এলাকা থেকে মুজিবুর রহমান নামে সাবেক ওই সার্জেন্টকে আটক করা হয়। পরে তাকে আসামি করে মামলা হয়। ভাটারা থানার এসআই মিজানের নেতৃত্বে একটি দল তাকে আটক করে থানায় নেয়। আজ বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আলামিন আরও জানায়, গ্রেফতার মুজিবুর রহমানের বাড়ি মাদারিপুর জেলার চাষাঢ় এলাকায়।

সারাবাংলা/ইউজে/এসএমএন

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর